শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রেমিকাকে নিয়ে বেড়াতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন মাহমুদ

সংবাদের আলো ডেস্ক: ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন মাহমুদ বাবু। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন, আর পেছনে বসেছিলেন তার প্রেমিকা। পথে রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর ওপর ঘটে দুর্ঘটনা। হঠাৎ কনটেইনারবাহী একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন দু’জন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামে। বাবার নাম বোরহান উদ্দিন ব্যাপারী।

নিহতের ভাই আরাফাত হোসেন শাওন জানান, ঢাকার মিরপুরে থাকতেন মাহমুদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার প্রেমিকার বাসা রামপুরা এলাকায়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়েন। দুজনের বিয়ের কথা চলছিল। শুক্রবার সকালে তারা মোটরসাইকেলে বেড়াতে বের হন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বিশ্বাস বলেন, বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ২টার দিকে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সঙ্গে থাকা তরুণী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মাহমুদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়