শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ময়মনসিংহে মাহিন্দ্রা-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

সংবাদের আলো ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গফরগাঁও-ভালুকা সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মনির হোসেন এবং মো. হামিদ।

পুলিশ জানায়, শুক্রবার সকালে গফরগাঁওগামী একটি মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনির হোসেন নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ নামে আরেকজন যাত্রীর মৃত্যু হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়