ভূঞাপুরে অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করল বিএনপি নেতারা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক শিক্ষাপদক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয় বিএনপি নেতারা। সারা দেশের সাথে একযোগে প্রাথমিক শিক্ষাপদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ভূঞাপুরে ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় (বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে অর্জুন ইউনিয়নের জগৎপুরা উত্তর প্রাথমিক বিদ্যালয় ভ্যেনুতে ২৩ টি বিদ্যালয়ের প্রতিযোগিতা শুরু হলে বিএনপি নেতাদের দাওয়াত না দেয়ায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়া হয়। জগৎপুরা উত্তর প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে দুর্গম চরাঞ্চলসহ ২৩ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে আসে। আকস্মিক ভাবে প্রতিযোগিতা বন্ধ করে দেয়ায় ভগ্ন হৃদয়ে ফিরে যায় শিক্ষার্থীরা।নেতৃবৃন্দ জানায়, অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলীকে ফোন করলে, তার সহযোগী হাকিম ডাক্তার ফোন রিসিভ করে জানান, সাবেক মন্ত্রী ও বিএনপির নেতৃবৃন্দদের নাম দাওয়াতপত্রে না দেয়ায় আমরা প্রতিযোগিতা বন্ধ রেখেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, আমরা নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাদের না ডাকার অজুহাতে তারা ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু জানান, বিষয়টি আমি অবগত নই। উপজেলা শিক্ষা অফিসার, মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমি জেনেছি। বিস্তারিত জেনে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করবো। উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।