বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জয় উল্লাপাড়ায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম রেজা বাবু (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) ভোররাতে পৌর শহরের ঝিকিরা বাসা কে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত শামীম রেজা উধুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদে ছিলেন এবং পংখারৌহা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এরআগে বুধবার রাতে উপজেলার পুকুরপাড় থেকে পূর্নীমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাহমিদুল হক দুলাল (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ। সে পুকুরপাড়া গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে।বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশের অভিযান চলছে, আটককৃত পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাহমিদুল হক দুলাল ও উধুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম রেজা বাবুর নামে থানায় নাশকতার মামলা রয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়