রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: ভালুকা থানার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকা থেকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা মামুন মিয়া (১৮) নিখোঁজ হয়েছে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে নিখোঁজ রয়েছে মামুন মিয়া । মামুন দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের মগবুল হোসেন এর ছেলে। পরিবারের স্বজনরা বিভিন্ন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।অবশেষে মঙ্গলবার(১১ফেব্রুয়ারি) মামুনের ভাই ইসলাম উদ্দিন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জানা যায় , বৈষম্য বিরোধী আন্দোলনে নেত্রকোনার কেন্দুয়ার শহীদ তোফাজ্জল হত্যা মামলার ১ নং স্বাক্ষী ছিলেন মামুন মিয়া। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) এই হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহনের তারিখ ছিলো। এরই জেরে মামুন মিয়াকে কিডন্যাপ করা হতে পারে বলে পরিবারের ধারনা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.