সাবেক পৌর মেয়রের বাসা থেকে ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার


সংবাদের আলো ডেস্ক: কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজের বাসা থেকে পাভেল রায় (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের খড়মপট্টি এলাকার মেয়র মাহমুদ পারভেজের বাসার চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পাভেল রায় জেলা শহরের খড়মপট্টি এলাকার মৃত নরেশ রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাবেক মেয়র মাহমুদ পারভেজের বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। নিহতের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন পাভেল। পরে বুধবার সকালে তাকে ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে পাভেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে জানতে সাবেক পৌর মেয়র মাহমুদ পারভেজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।