সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয় চন্দ্র তারুয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। কমিশনার সাইফুলকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, ‘রাজধানী থেকে চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে জেলগেটে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।’আদালত সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে জুলাই অভ্যুত্থানে হত্যার শিকার শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ বিকেল তিনটার দিকে আদালতে তোলা হয়। এর আগে, বুধবার সকালে রাজধানী থেকে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৩ আগস্ট তাকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) থেকে চট্টগ্রাম নগর পুলিশের ৩২তম কমিশনার হিসেবে পদায়ন করা হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ২১ আগস্ট রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.