আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আব্দুল জলিল (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিশকাকুনী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল জলিল উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী পশ্চিমপাড়া গ্রামের মৃত কবীর খানের ছেলে। তিনি বিশকাকুনী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান- আটককৃ আব্দুল জলিল পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ -০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/ দ: বি: এর মামলার ঘটনার সাথে জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিল। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.