বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চট্টগ্রামে ‘কাপল ড্যান্স’ পার্টি থেকে ২৫ তরুণ-তরুণী আটক

সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় একটি ‘কাপল ড্যান্স’ পার্টিতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী-পুরুষসহ মোট ২৫ জনকে আটক করা হয়, যারা পার্টির নামে অশ্লীল কার্যকলাপে লিপ্ত ছিল। পুলিশ সূত্রে জানা যায়, ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় ‘কাপল ড্যান্স’ পার্টির নামে অবৈধ ও অশ্লীল কার্যকলাপ চলছিল।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং নারী-পুরুষসহ ২৫ জনকে হাতেনাতে আটক করে।অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৭০ ক্যান অবৈধ বিয়ার উদ্ধার করে। আটককৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ সোলাইমান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নগরীতে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ যেকোনো সময় যে কোনো স্থানে অভিযান পরিচালনা করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে সঠিক পথে রাখতে আমরা সব ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। এই ধরনের পার্টির আড়ালে অসামাজিক কার্যকলাপ ও মাদকের ব্যবহার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়