এক নেতাকে বহিষ্কার ও দুই নেতার পদ স্থগিত করলো বিএনপি
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/56396d7908ffa268d4ad7cf9c221df69-66177b8275231.webp)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে বহিষ্কার ও আরও দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ-শ্যামপুর থানাধীন ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ সিকদারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। সুতরাং গঠনতন্ত্রের বিধানমতে শুভ সিকদারকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডা. এম এ মুহিত দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম সারোয়ার দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।