তারুণ্যের উৎসব টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজপাড়া স্পোর্টিং ক্লাব
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/c3fa78a8-f982-45f9-bfc7-eecd6b01632e.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত টি- ১০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় এসি ক্লাবকে হারিয়ে রাজপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) বিকালে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজপাড়া স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে এসি ক্লাব ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে এসি ক্লাবের শেষ ওভারে ১৪ রান দরকার ছিলো। কিন্তু শেষ ৬ বলে ১১ রান সংগ্রহ করতে পারে।
ফলে ৩ রানে এসি ক্লাবকে পরাজিত করে রাজপাড়া স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। ফাইনাল খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে রাজপাড়া স্পোর্টিং ক্লাবের সৌমিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল মালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুবদলের যুগ্ম আহবায়ক ইসতিয়াকুর রহমান বাবু, পূর্বধলা জগৎ পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর, বওলা ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ডালিম, এসি ক্লাবের উপদেষ্টা আরিফ রহমান তফসি,
এসি ক্লাব সভাপতি সোয়াইব আহমেদ, রাজপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি আলমগীর বাশার সুমন, সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, রেনেসাঁ ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম, রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ক্লাবের খেলোয়াড় এবং দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে ৮টি টিম অংশগ্রহন করে। এই ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহিন মিয়া ও আশরাফুল ইসলাম রাজা। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের মধ্যে পুরস্কার বিতরণ করেন।![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/a01d5eb9-0c66-428e-aa3e-76891e53a7b9-21-7.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/Sangbader-Alo-1-3.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/74850bc5-0e7c-4591-a990-4801623c4789.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/a01d5eb9-0c66-428e-aa3e-76891e53a7b9-21-7.jpg)
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।