বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে এবার কমিটি পুনর্বহাল দাবি বৈষম্যবিরোধী একাংশের

সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক কমিটিতে ‘বৈষম্যের অভিযোগ’ এলে তা বাতিল করে কেন্দ্র। তবে এর একদিন পর আবারও বাতিল হওয়া সেই কমিটি পুনর্বহালের দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনটির একাংশ। করা হয়েছে সড়ক, রেলপথ অবরোধসহ বিক্ষোভ মিছিলও। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেলা সদর, জামতৈল রেল স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। একই সঙ্গে রেলপথে টায়ার জ্বালিয়ে করা হয় বিক্ষোভ মিছিল। এর আগে সোমবার রাতে পৌর সদরের কিছু কিছু স্থানে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কামারখন্দের শিক্ষার্থীরা বিকেল চারটার দিকে জামতৈল রেল স্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।এসময় তারা নানা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে রাখেন। জামতৈল রেলওয়ে স্টেশন সূত্র জানায়, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ট্রেনের চলাচলে সাময়িক সমস্যা হয়েছে। তবে সন্ধ্যার পর থেকে স্বাভাবিক রয়েছে। জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার জেড থ্রি আবু হান্নান  জানান, স্টেশনের অদূরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রেললাইনের ওপর টায়ার জ্বলিয়ে অবরোধ করেছেন। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা থেকে রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি সয়দাবাদ এলাকায় এক ঘণ্টা ১৭ মিনিট দাঁড়ানো ছিল। আর দ্রুতযান ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে দুই ঘণ্টা অপেক্ষা করেছে।এদিকে জেলা সদরে বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত হওয়া কমিটির কর্মসূচি সন্ধ্যা সাড়ে ছয়টায় গিয়ে শেষ হয়। একই দিনে বিভিন্ন উপজেলায়ও এ কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বর্তমানে জেলা ও উপজেলাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত আট ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক করা হয় সজীব সরকারকে। সদস্য সচিব করা হয় মেহেদী হাসানকে। এর পরের দিন থেকে সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুনতাছির মেহেদীর ও তার অনুসারীরা আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেন।এসময় তিনি দাবি করেন, নতুন আহবায়ক কমিটিতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন অনেকেই স্থান পেয়েছে। এই কমিটিতে তিনিসহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অনেকেই  স্থান না পাওয়ায় সবাই বৈষম্যের শিকার হয়েছেন। এদিকে নতুন এই কমিটি স্থগিতের দাবিতে সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) বিকেলে চারটা থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার একাংশ। পরে একই দিন রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে সিরাজগঞ্জের আহবায়ক কমিটি বাতিলের ঘোষণা দেওয়া হয়। এর পরের দিন আবারও সেই কমিটি পুনর্বহালের দাবি জানালেন বাতিল হওয়া কমিটির শিক্ষার্থীরা। পালন করা হলো অবরোধ কর্মসূচিসহ বিক্ষোভ মিছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়