নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে বিনা ছাড়পত্রে ভেটেনারি ওষুধ প্যাকেজিং ও সংরক্ষণের দায়ে রেডিয়েট এগ্রি কেয়ার সাইন্স নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ মোস্তাফিজুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে একমাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের পৌর এলাকার শিবগঞ্জ রোডের আজিজ তালুকদারের বাড়িতে সেনাবাহিনীর, পুলিশ ও প্রাণিসম্পদের যৌথ অভিযান পরিচালিত হয়েছে । সেখানে রেডিয়েট এগ্রি কেয়ার সাইন্স নামের অবৈধ ওষুধ তৈরীর কারখানায় কয়েক ঘণ্টা অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান ভোক্তা অধিকার আইনে এই সাজা প্রাদান করেন।এছাড়াও ঔষধসহ মামলামাল জব্দ করে যৌথ বাহিনী। সাজাপ্রাপ্ত মোঃ মোস্তাফিজুর রহমান জামালপুর জেলার ঘুরাদাপ ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্ধা। তিনি নেত্রকোনায় এসে গেল দুবছর যাবৎ এই অবৈধ কারখানায় ঔষধ তৈরীর ব্যবসা করছেন। নেত্রকোনা সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন নুহাসের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে কন্টেইনার হাইড্রোজেন পার অক্সাইড, ক্যামিকেল, সিপ্রম্যাক্স ১০ গ্রাম পাউডার (১৫০) প্যাকেট, অক্সিমিক্স ১০ গ্রাম (৪০০) প্যাকেট জব্দ করা হয়েছে। অভিযানিক দল সূত্রে জানা গেছে, মুস্তাফিজুর রহমান পূর্বে একটি ওষুধ কম্পানিতে ১৮ বছর চাকরী করেছেন। গত দুই বছর আগে নেত্রকোনার শিবগঞ্জ রোডে বিভিন্ন ধরনের কাগজপত্র দেখিয়ে আজিজ তালুকদারের কাছ থেকে ওষুধ তৈরীর জন্য বাড়িটি ভাড়া নেন। পরবর্তীতে যাবৎ একজন কর্মচারী নিয়ে এবং গত ছয় মাস যাবৎ একজন কর্মচারী নিয়ে ওষুধ তৈরি করে আসছেন।
তিনি তার রেডিয়েট এগ্রি কেয়ার সাইন্স কম্পানির নামে ঔষধ সংক্ষণের জন্য একটু লাইসেন্স থাকলেও দুই বছর আগে তার মেয়াদ শেষ হয়। গত দুই বছর যাবৎ এখানে তিনি বিভিন্ন প্রকার ভেটেনারি ওষুধ তৈরি করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালালে দেখা যায় বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ ঔষধ কেমিক্যাল ব্যবহার অনুপযোগী অনেক ধার্য পদার্থ জব্দ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান জানান, অবৈধ একটি ওষুধ তৈরীর কারখানার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। নেত্রকোনা সদর ক্যাম্প ক্যাপ্টেন মোঃ আসিফ প্রামাণিক নুহাস জানান, আমাদের সেনাবাহিনী সকল প্রকার অরাজগতা, অবৈধ কার্যক্রম, চাদাবাজিসহ সকল কিছুতে তৎপর রয়েছে। অভিযানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফা পারভিন রিপা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.