পূর্বধলায় যুবলীগ ও ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/c53a74c2-836e-448e-ba55-ef98fa9931ce.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন খান (৪৯), উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম আকাশ (২৮)। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম কে হাটখলা বাজার থেকে এবং নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন খান কে নারান্দিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান। আটককৃত যুবলীগ ও ছাত্রলীগের ২ জন পূর্বধলা থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক মামলার আসামি ছিল। আজ আটককৃতদের আদালতে পাঠানো হবে। উল্লেখ্য: এর আগে গত রবিবার রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।