বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চৌহালীতে প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে এই প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ  মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের মেজর (অবঃ) মনজুর কাদের কারিগরি কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম।  প্রধান বক্তা জেলা নায়েবে আমির ও সাবেক বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আলী আলম। চৌহালী উপজেলা জামায়াতের আমির মাও. আবু সাইদ মোঃ সালেহ সভাপতিত্ব ও সঞ্চালনা করে সেক্রেটারি মাও. আবুল বাশার।  এসময় টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ, বেলকুচি উপজেলা আমির ও সাবেক প্যাণেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ – জামায়াত প্রতিষ্ঠার পর যমুনার ভাঙন কবলিত দুর্গম চৌহালী উপজেলায় এই প্রথমবারে মত প্রকাশ্যে কর্মী সম্মেলনে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের চামাত নেতৃবৃন্দ সহ  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিভাগের মধ্যে সরকারি ভাবে দুর্ঘম ঘোষিত চৌহালী উপজেলা।  দুর্গম চৌহালীতে ইতোপূর্বে যত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সবাই নিজেদের ভাগ্যের উন্নয়ন করলেও জনগনের কোন উন্নয়ন করেনি। নদী ভাঙন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বঞ্চিত চৌহালীবাসিকে সিদ্ধান্ত নিয়ে আসন্ন নির্বাচনে সৎ,  যোগ্য ও দক্ষ ব্যক্তির পাশে থাকতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়