টাঙ্গাইলে ছাত্রলীগের সহ-সভাপতিসহ তিনজন গ্রেপ্তার
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/Messenger_creation_B3A7154B-9A1D-488F-8E88-60FC42EE448F.jpeg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত (৩২) ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অপর গ্রেপ্তারকৃত দুই জন হচ্ছেন- টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুনা গোয়ালা (৫২) ও কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খান (৫৫)।
পুলিশ জানায়, রবিবার রাতে টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুনা গোয়ালাকে জেলা গোয়েদা পুলিশ গ্রেপ্তার করে। এরাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খানকে চারাবাড়ি ঘাট এলাকা এবং পরে গভীর রাতে পৌর সভার বটতলা এলাকা থেকে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ইকবাল হায়াত পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর টাকুর পাড়ার মিজানুর রহমানের ছেলে, মুনা গোয়ালা শহরের কান্দাপাড়া এলাকার মৃত জগলা গোয়ালার ছেলে ও আব্দুল কুদ্দুস খান কাতুলী ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত মকগোল খানের ছেলে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমদ জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।