রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম (৫৯) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। সে ঝিকিরা মহল্লার সোরহাব আলীর ছেলে ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। সোমবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের ঝিকিরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে উল্লাপাড়া মডেল থানায় নাশকতার মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, তিনি জানান শহিদুল ইসলাম এর নামে থানায় নাশকতার মামলা রয়েছে। সে পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.