বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ পেলেন আন্দোলনরত প্রবাসীরা

সংবাদের আলো ডেস্ক: আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ৫ জনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যমুনায় গেছেন। এ মুহূর্তে তারা অভ্যর্থনা কক্ষে অবস্থান করছেন। সাক্ষাতের পর কী সিদ্ধান্ত হয় সেই অপেক্ষায় আছেন আন্দোলনরত প্রবাসীরা।এর আগে সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা দাবি করেন, ছাত্র আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে প্রবাসীরাও রাস্তায় নেমেছিলেন, এতে অনেকে আহত ও গ্রেফতারের শিকার হোন।একইসঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রবাসীদের ন্যায্য অধিকার রক্ষায় সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই- এ অবস্থায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবি জানান তারা। এ আন্দোলনে প্রতিনিধিদলে রয়েছেন, আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মির রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাঈন উদ্দীন। এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাঈন উদ্দীন বলেন, আন্দোলন করে দুবাই থেকে ফেরত আসার পর বারবার চেষ্টা করেও প্রধান উপদেষ্টার দেখা পাইনি। তিনি আমাদের বারবার দেখার করার আশ্বাস দিয়েছেন। আমাদের অনেকে এখনও দুবাইতে জেলে আছেন। নতুন করে অনেকে গ্রেফতারও হচ্ছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়