রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে এস ডি পি কমিটির আয়োজনে সুসং ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সুসং সরকারী মহাবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় অংশগ্রহণ করে মা পুস্পালয় ও টিম সিক্সটি নাইন। এতে ২১/১০ পয়েন্টে মা পুস্পালয়কে হারিয়ে টিম সিক্সটি নাইন দল চ্যাম্পিয়ন হয়৷পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এ খেলার আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা। এত সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.