সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শ্রমিক দলের নেতা আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) হত্যা মামলার আসামি আতশি বেগমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারী) আতশি বেগম (৫৫) কে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের আনিছুর ও লিটন ডাক্তার এর সাথে একই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুস সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৭ ফেব্রুয়ারী বিরোধপূর্ণ জমি নিয়ে ফের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান।এসময় শ্রমিক নেতা আব্দুল আজিজ সংঘর্ষ থামাতে গেলে রশিদ, সালাম, আতশি বেগমসহ তাদের লোকজন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।এসময় আব্দুল আজিজ পাশে থাকা কোদালের উপর পড়ে নাকে ও কপালে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা বেগম ১২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।এরপর পুলিশ অভিযান চালিয়ে আতশী বেগমকে গ্রেপ্তার করে।
নিহত আব্দুল আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, আব্দুল আজিজ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আতশি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.