প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
নোয়াখালীতে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে হিফযুল কুরআন বিভাগের হিফজ সমাপ্তকারী হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হিফজ সমাপ্তিকারী ১৯ জন ছাত্রদের মাঝে প্রধান মেহমান সহ অন্যান্যরা হাফেজদের মাথায় পাগড়ী পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয়। এইসময় ছাত্ররা কোরআন তেলোয়াত ও ইসলামি সংগীত পরিবেশনা করেন। শনিবার সকালে মাইজদীর আল মাদরাসাতুদ দ্বীনিয়া আলিম মাদরাসার আয়োজনে মাইজদীর হোয়াট হল পার্টি সেন্টার হল রুমে অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ নুরুল হকের সঞ্চালনায় অত্র মাদরাসা প্রতিষ্ঠাতা সভাপতি এ. কিউ. এম আবদুল মুনয়েমের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ হযরত মাওলানা হারুন আল মাদানী,

বিশেষ মেহমান হিসেবে ছিলেন, টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রাক্তন উপাধ্যক্ষ হযরত মাওলানা শফিকুল্লাহ মাদানী, অত্র মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইসমাঈল হোসেন মানিক। বক্তব্যে মেহমান বৃন্দরা বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহ তায়ালা কুরআন নাজিল করেছেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদেরকে আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় নবী (সা.) এর পদাঙ্ক অনুসরণেই মানবতার মুক্তি ও কল্যাণ বয়ে আনতে হবে। কুরআন ও কুরআনের হাফেজদের সম্মানকে জাতির কাছে তুলে ধরতেই কুরআন প্রেমীদের জন্য এমন আয়োজন বলে জানান তারা। এইসময় আরো উপস্থিত ছিলেন, এডভোকেট ইসমাইল মাহমুদ, মাওলানা মিছবাহ উদ্দিন, মাওলানা আহম্মদ আলী মাদানি, অত্র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, আলেম ওলামা সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.