সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/Screenshot_2025-02-08-02-17-06-85_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়ে এলাকাবাসীর হামলায় অন্তত ১৩ জন আহত হওয়ার খবর এসেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় আহতদের পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম।বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হতাহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলায় হওয়ায় পর থেকে পলাতক রয়েছেন সাবেক এ মন্ত্রী। তখন থেকে তার গ্রামের বাড়িটিও ছিল তালাবদ্ধ। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে কিছু লোক স্বৈরাচারবিরোধী শ্লোগান দিয়ে মোজাম্মেল হকের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে তাদের ঘিরে ফেলেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে ইয়াকুব, সিয়াম ও শুভর নাম জানা গেছে। তবে আহত অন্যদের নাম ও পরিচয় জানা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের মুখ্য সংগঠক মো. রবিউল হাসান বলেন, কিছু লোক গাজীপুর মহানগরের ধীরাশ্রম দাখিনখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, এমন খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে যান। এসময় কিছু বুঝে ওঠার আগেই এলাকাবাসী আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে ১৩-১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। ফেইসবুকে এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় জানিয়ে গাজীপুর মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম বলেন, তিনি ১৪ জন আহত হওয়ার কথা জেনেছেন। তবে নিহত হওয়ার কোনো তথ্য তার কাছে নেই। সূত্র: বিডিনিউজ২৪.কম
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।