শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই: গয়েশ্বর

সংবাদের আলো ডেস্ক: আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেনো সরকারকে জানানো হয়নি এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনা উষ্কানীমূলক কথা বললেও তাতে গুরুত্ব দেয়া ঠিক হবে না। রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক কথা বললে কেনো তাতে পা দিবো।গয়েশ্বর আরও বলেন, আইন জনগণ হাতে তুলে নিতে পারে না, যারা এমন কাজ করেছে তাদের বিচার করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সরকার গঠিত হয়েছে। এ সরকার কে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প ভাবে দেখা যায়। সরকার সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়