আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: "খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল" এই প্রতিপাদ্য নেত্রকোনার পূর্বধলায় মৌদাম জাতীয়তাবাদী পরিবার আয়োজনে মরহুম আলহাজ্ব আব্দুল হাই তালুকদার স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্ণামেন্ট সিজন ১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ ঘটিকায় ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮ দলের অংশগ্রহণে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শাপলা একাদশ বনাম বেলী একাদশ দুটি দল মোকাবেলা করে। নির্ধারিত ৬০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে কোন দলেই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে মধ্যদিয়ে বেলী একাদশকে ১-০ গোলে পরাজিত করে শাপলা একাদশ চ্যাম্পিয়ন হয়।ট্রাইবেকারে শাপলা একাদশের একমাত্র গোলটি করেন নুরুল আমিন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সালাউদ্দীন আহমেদ নওয়াব, সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, জারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডল প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই এলাকার যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো। খেলায় সঞ্চালনা করেন পূর্বধলা উপজেলা ছাত্রদল সদস্য মোঃ শাহীন আলম তালুকদার ও জারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল মিয়া। ফাইনাল ম্যাচে প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শিপন তালুকদার এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন দোজাহান তালুকদার। লাইন্সম্যান হিসেবে ছিলেন ফয়সাল ও এনামুল।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.