শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের মতবিনিময়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা, অস্ট্রেলিয়ান প্রবাসী প্রকৌশলী কামাল হোসেন রায়গঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ফেব্রুয়ারী) দিনভর রায়গঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খানের সঞ্চালনায় সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে নিমগাছী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।দুপুরে ধানগড়া গুনগাঁতী মাদরাসা এ- দারুল ফাতাহ হাফিজিয়া ক্বওমিয়া ও এতিমখানার উন্নয়ন কল্পেরদ ১০তম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করেন। বিকেলে রায়গঞ্জ ধানগড়া নিমগাছী এলাকায় সর্বস্তরের নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর বিএনপি সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক,  সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রিমন, সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোত্তালেব হোসেন, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোকাদ্দেস হোসাইন সোহান, উপজেলা কৃষক সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর নবী, সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীন কুমার গুন লিটন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়