বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধি: সরকারি নিয়ম অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও নিয়ম ভঙ্গ করতে দেখা গেছে বাগাতিপাড়া উপজেলা সাব-রেজিস্ট্র্রি কার্যালয়ে।ভাষার মাসে এভাবে জাতীয় পতাকার অবমাননায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার স্থানীয় সচেতন মানুষজন। বৃহস্পতিবার(০৬ ফেব্রুয়ারি) রাত্রি ১০টায় দিকে উপজেলা পরিষদ চত্বের প্রধান সড়ক সংলগ্ন সাব-রেজিস্ট্র্রি অফিসের ভবনের সামনে জাতীয় পতাকা উড়তে দেখাযায়।স্থানীয়রা জানান, পরিষদের প্রধান সড়ক দিয়ে সন্ধ্যার পর থেকেই লোকজন যাতায়াতের সময় ওই ভবনের সামনে জাতীয় পতাকা উড়ছিল।ভবনটির ভিতরে লাইট জ্বলছিল। এবং ভবনের দরজা জানালা বন্ধ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখার যুগ্ন আহবায়ক মোনায়েম ইসলাম রুমি জানান, ঘটনার সময় আনুমানিক রাত প্রায় সাড়ে ৯ টার দিকে তারা বেশ কয়েকজন সাব-রেজিস্ট্র্রি অফিসের ভবনের সমনে দিয়ে যাচ্ছিলেন। তিনি আরও বলে উদাহরণ স্বরূপ সরকারী কর্মকর্তারা এ ভাবে গাএড়া দিয়ে দায়িত্বে অবহেলা করেই বলে এ ঘটনা ঘটেছে। আজ তাদের কারণেই যে কাজ গুলো হওয়ার কথা কিন্তু হচ্ছে না। আর এর দায়িত্ব সরকারের উপর এসে পড়ছে।মানুষ সমালচনা করার সুযোগ পাচ্ছে। উপস্থিত তাদের মধ্যে থেকে একজন উপজেলা সাব-রেজিস্ট্র্রার অফিসারকে ওই সময় ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকতা নাইম উদ্দিন জানান, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওইদিন পাশের লালপুর উপজেলায় ছিলেন। আর পতাকা উত্তোল ও নামোনোর দায়িত্বি যিনি ছিলেন তিনি দ্বিতীয় হাফে ছুটি নিয়ে ছিলেন। তাই এটি মিসটেক হয়ে গেছে কোনো কারণে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হা- মীম তাবাসসুৃম প্রভা বলেন, বিষয়টি তার জানা ছিল না। এর পরে জাতীয় পতাকা এরকম অবমাননা যেন না হয়, সে বিষয়ে সকল দপ্তরকে সচেতন হওয়ার জন্য বলবেন বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.