এবার ফলক ভাঙতে গিয়ে মই পিছলে পড়ে গেলেন ছাত্রদলকর্মী
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/১-7-2502060927.webp)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফলক ভাঙতে গিয়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী। তার নাম শাহজালাল আহমেদ জনি। বুধবার (৫ ফেব্রয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে।শাহজালাল আহমেদ জনি ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী এবং সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী এবং শাখা ছাত্রদলের ইমরান হোসেন প্রধানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। শিক্ষার্থীরা জানান, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে নজরুল বিশ্ববিদ্যালয়ে।এসময় বিক্ষুব্ধরা বিশ্ববিদ্যালয়ের থাকা মুজিব পরিবারের স্মৃতি ধারক সকল স্থাপনা ভেঙে দেয়ার ঘোষণা দেয়। পরে ছাত্র জনতার ব্যানারে শেখ মুজিবুর রহমান হলের সংলগ্ন ম্যুরালটি ভাঙা হয়। এরপর বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামফলক ভাঙতে গিয়ে মই পিছলিয়ে পড়ে যান শাহজালাল আহমেদ জনি। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।