জাবিতে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গ্রাফিতি মুছে দিলেন সাধারণ শিক্ষার্থীরা
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/JU-Pic.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ মুজিবুর রহমানের সব ম্যুরাল ভেঙে ও গ্রাফিতি মুছে দিয়েছেন ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল নিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে যান তারা। পরে ইনস্টিটিউটটির সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আল-বেরুনি হলের দেয়ালের আঁকা গ্রাফিতি মুছে দেন। এ সময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা এ ষড়যন্ত্র মেনে নেব না।ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকবে না। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, যে মুজিবকে কেন্দ্র করে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে সে মুজিবের স্মৃতিচিহ্ন আমরা রাখতে চাই না। আমরা এর মাধ্যমে এ বার্তাও দিতে চাই যে, আর কেউ যদি হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে ওঠে তাদেরও এ অবস্থা হবে।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে যেসব চিহ্ন ব্যবহার করে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের সব অধিকার হরণ করেছে আমরা সবাই তা চিরতরে মুছে দিচ্ছি। এখন দেশ থেকে পালিয়ে গিয়েও দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সে। আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে এনে সর্বসম্মুখে তার বিচার নিশ্চিত করতে হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।