পঞ্চগড়ের দুটি আসনেই জামায়াতের প্রার্থী চূড়ান্ত
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/3ca32913-4ddb-485e-96f9-35464f06d712.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ ব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটায় পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে জামায়াতের এক জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জামায়েতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী) আসনে পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেন এবং পঞ্চগড়- ২(দেবীগঞ্জ,বোদা) আসনে বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সফিউল্লাহ সুফির নাম ঘোষণা করা হয়েছে।এদিকে দুটি আসনে প্রার্থী ঘোষনার পর থেকে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে সাবেক জেলা আমির ও পঞ্চগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক এবং পঞ্চগড়-২ আসনে এডভোকেট আজিজুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়। যদিও সেই নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করে নি। তবে ২০২৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড়-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল খালেক ইন্তেকাল করেন এবং রমজান মাসে ইফতারের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পঞ্চগড়-২ আসনের প্রার্থী এডভোকেট আজিজুল হক ইন্তেকাল করেন। তাদের মৃত্যুর পর থেকেই পঞ্চগড়ের দুটি আসনে জামায়াতের কোন সংসদ সদস্য প্রার্থী ছিলো না।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।