নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/9e6ed2e3-0b2f-49b3-839e-4d5838005461.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নাটোর প্রতিনিধি: নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের পরিকল্পিত সহিংসতা ও নাশকতা রুখতে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান কর্মসুচি পালন করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বুধবার সকালে শহরের কানাইখালি এলাকায় এই কর্মসুচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মশিউর রহমান ফুঁয়াদ, যুগ্ম আহবায়ক অনিক সরকার, যুগ্ম সদস্য সচিব মাহমুদ চৌধুরী নিলয়, জেলা নাগরিক কমিটির প্রতিনিধি সানিউল ইসলাম সানি, আবদুল্লাহ আল্ নোমান পিয়াস,
হারুনুর রশিদসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, দেশকে নতুন করে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নানা অপতৎপরতা চালাচ্ছে। এছাড়া আওয়ামী লীগ দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। সবাইকে সম্মিলিতভাবে এই অপতৎপরতা রুখে দেবার আহবান জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/a01d5eb9-0c66-428e-aa3e-76891e53a7b9-21-2.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/f379ccdc-6f19-4bd2-876d-e9da03f2d2a8-1.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/a01d5eb9-0c66-428e-aa3e-76891e53a7b9-21-2.jpg)
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।