উপজেলা বিএনপি’র আহ্বায়কের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/dbf4321c-af2c-477e-ab16-1780080c20f7.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব সংবাদদাতা, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক কবির হোসেন তালুকদার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। বুধবার দুপুরে মারা যান তিনি।। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা আত্বীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপি নিবার্হী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, আকন কুদ্দুসুর রহমান, এড. গাজী কামরুল ইসলাম সজলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/a01d5eb9-0c66-428e-aa3e-76891e53a7b9-21-2.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/f379ccdc-6f19-4bd2-876d-e9da03f2d2a8-1.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/a01d5eb9-0c66-428e-aa3e-76891e53a7b9-21-2.jpg)
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।