দেওয়ান গোলাম সারোয়ার এন.এ উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/02/3a987d70-c5a1-4f07-9c52-24ddeff058fb.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দেওয়ান গোলাম সারোয়ার (এন.এ) উচ্চ বিদ্যালয়েরনব নির্বাচিত সভাপতি আবদুর রাহিম ও সকল সদস্য বৃন্দেকে ফুলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আমানতপুর ইউনিয়নের দেওয়ান গোলাম সারোয়ার (এন.এ) উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের শিক্ষক রহমত উল্লার পরিচালনায় সাবেক ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিরা বলেন, বিদ্যালয়ের নানা সমস্যা ও উত্তরোন সহ ইভটিজিং এর বিরুদ্ধে কমিটিকে এগিয়ে আসতে হবে। সেই সাথে শিক্ষার মান উন্নয়নে আরো তরান্বিত করা ছাড়াও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের প্রতি খেয়াল রাখার অনুরোধ করা হয়।এইছাড়াও নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তারা। এই সময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মনির হোসেন, বেগমগঞ্জ উপজেলার ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, পৌর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লা তানসেন, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি জায়েদ হোসেন রুবেল, বেগমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মীর মাসুদ, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল আজিজ সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কমিটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।