মো: হাফিজুর রহমান, সাভার প্রতিনিধি: আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে। আজ বুধবার (০৫) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার গোরাট এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে কয়েক কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আশুলিয়ার গোরাট এলাকায় তিতাসের আশুলিয়া জোনাল বিপণ অফিসের ম্যানেজার সহ কারিগরি টিমের সদস্যদের সাথে নিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এ সময় নিম্নমানের পাইপ রাইজার চুলা জব্দ করা হয়। এছাড়াও দুইজনকে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপো সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ তিতাসের কারিগরী টিমের সদস্যসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.