বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা সদরের জনসেবা চত্তরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক শরীফা হক বেলুন ও পায়রা উড়িয়ে ওই মেলার উদ্বোধন করেন। টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী ওই মেলা ঘিরে কৃষি উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মেলায় কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোক্তা এবং বিভিন্ন এনজিও’র ৪০টি উদ্ভাবনী স্টল স্থান পেয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়