বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাংলাবান্ধা থেকে অজ্ঞাত ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার,দায়িত্ব নিলেন প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়ন এলাকা থেকে অজ্ঞাত (৬০) এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালের দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বাংলাবান্ধা ইউনিয়ন এলাকায় ৬-৭ বছর ধরে জীবনযাপন করতেন বলে জানা যায় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন এলাকার ওই ভবঘুরে ব্যক্তিকে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় কয়েকজন স্থানীয়রা । পরে তারা ইউনিয়ন পরিষদের বুলবুল মেম্বারকে বিষয়টি অবহিত করেন। পরে তারা তেঁতুলিয়া মডেল থানা পুলিশকো খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। তার মতে, “ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় মৃত্যু হয়েছে।মরদেহটি উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া রয়েছে। সে সনাক্ত করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বিষয়টি পরবর্তীতে ইউএনও মহোদয়ের মাধ্যমে দাফন কাফের ব্যবস্থা করা হচ্ছে।  তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফজলে রাব্বি বলেন,খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি । পুলিশ ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সদস্য বুলবুল একজন মানুষিক ব্যক্তির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসেছেন। আর আমরা ইতিমধ্যেই মাইকিং করছি গোটা উপজেলায়। যদি এই ব্যক্তিটির পরিচয় পাওয়া যায় আর পরিচয় না পাওয়া গেলে আমরা বেওয়ারিশ হিসেবে সরকারি যে নিয়ম আছে সেই নিয়মে দাফন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়