নেত্রকোনায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কড়া নিরাপত্তা নিয়ে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(০৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন চোরাগোপ্তা কর্মসূচির মাধ্যমে দিবস পালনে কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে তা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এতে মুক্তিযোদ্ধা,বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, নাগরিক কমিটি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।