জাতীয় গ্রন্থাগার দিবসে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা
রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া এলাকায় দি লাইসিয়াম চাইল্ড স্কুলে এ প্রতিযোগিতা হয়। তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অংকন করে, জাতীয় পতাকা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, ও প্রাকৃতিক দৃশ্য।
স্কুল চত্বরে আলোচনা সভায় পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড় এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, দি লাইসিয়াম চাইল্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আজিজুল হক ফকির, প্রভাষক নজরুল ইসলাম, কবি লোকান্ত শাওন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বয়াক রুহল আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান, মিল্টন দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, গ্রন্থাগার দিবসে শিক্ষার্থীদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন প্রংশসনীয়। একটি আলোকিত জাতি গঠনে এবং মানুষের চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও বিকাশে গ্রন্থাগার মূখ্য ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বাড়তি বেশি বেশি করে বই পড়ার অভ্যাস করতে হবে। মোবাইল কিংবা গেমে আসক্ত না হয়ে জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি করে গ্রন্থাগারে যাবার আহ্বান করেন বক্তারা। আলোচনা শেষে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন৷
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।