সংবাদের আলো ডেস্ক: জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন দলের গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন রাজনৈতিক দল করার ঘোষণা অনেক আগে এলেও, দলের কাঠামো বা নাম প্রকাশ হয়নি এখনো। তবে দলের নেতৃত্বে থাকবেন ছাত্র-তরুণরা এটা অনেকটা অনুমেয়। আর এই রাজনৈতিক দলটি কেমন হওয়া উচিত বা তাদের কার্যক্রম কেমন হওয়া উচিত বলে মনে করেন জনগণ- সে ব্যাপারে মতামত চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মতামত চান তিনি। পোস্টে তিনি লেখেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.