কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম
সংবাদের আলো ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরণকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার নিজ বাসার সামনে তার ওপর হামলা চালায়। মিরণ বাংলা ভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে বরিশাল মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে আজ ভোরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মিরণের পরিবারের সদস্যরা জানান, ঢাকা থেকে গতরাতেই গাড়িতে করে কুয়াকাটা বাসস্ট্যান্ডে নেমে বাসায় ফিরছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, মিরণের এক হাতের রগ কেটে দেয়া হয়েছে। অন্য হাতের কব্জি ঝুলে গেছে। এছাড়া কপাল, মাথায়, পেট, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।