নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন জেলা যুবদলের সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিন। জানা যায়, চলতি মাসের ২ফেব্রুয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী অঞ্চলের ২১৮ নং স্মারক বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক স্বাক্ষরিত একটি পত্রে গত বছরের ০৩ এপ্রিল প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে এবং ৬৪ বিধি মোতাবেক প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে চলতি বছরের জানুয়ারী ৩০ তারিখ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত জেলা যুবদলের সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিনকে সভাপতি, সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে মো. রবিউল আলম ও জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আবু হাসেম এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে অনুমোদন হয়।
বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র সুমনের পিতা আজমল বলেন, সরকার পতনের পর ম্যানেজিং কমিটি ভেঙ্গে স্থানীয় অভিভাবত শূন্যতায় পড়েছিল। এতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমস্যা দূরীকরণসহ অবকাঠামোগত উন্নয়ন অনেক পিছিয়ে পড়েছিল। এখন তা ফিরিয়ে পাওয়ার মাধ্যমে দানবীর প্রকৌশলী আব্দুল মমিনকে সভাপতি পদে সম্মানিত করার মাধ্যম দিয়ে ছাত্রছাত্রী অভিভাবক ও প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা করেন। ম্যানেজিং কমিটির সভাপতি জেলা যুবদলের সহ সভাপতি,
বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিনিয়ার আব্দুল মমিন বলেন, প্রথমেই এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনিত হয়েছি। তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো সেই সাথে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.