বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় লিফলেট বিতরণের গুজব ছড়িয়ে মারধর বাড়িঘর ভাংচুরের অভিযোগ

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের গুজব ছড়িয়ে রফিকুল ইসলাম (৬৮) কে মারধর এবং তার বাড়িতে ভাংচুরের অভিযোগ উঠেছে। জানা যায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার গোয়ালজানি গ্রামে প্রতিবেশী মালেক হোসেন এর ছেলে অরিন ইসলাম ইমন পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে পল্লী বিদ্যুৎ এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এর বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। রফিকুল নিজেকে বাঁচাতে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরবর্তী অরিন ইসলাম এলাকায় গুজব ছাড়িয়ে দেয়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছে রফিকুল ইসলাম। একথা শুনে এলাকার লোকজন নিয়ে অরিন ইসলাম পল্লী বিদ্যুৎ এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল এর বাড়িতে ঢুকে দরজা ভেঙে তাকে আবারও মারধর করে এবং ঘরের ভিতরের জিনিসপত্র,বাইরে সিসি ক্যামেরা ভাংচুর করে। পরবর্তী পুলিশ এসে রফিকুল কে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় রাউফুন্নেসা জানান তার চাচা কে পূর্ব শত্রুতার জের ধরে অরিন ইসলাম আওয়ামী লীগের লিফলেট বিতরণের গুজব ছড়িয়ে লোকজন নিয়ে এসে মারধর করছে। তার চাচা রফিকুল ইসলাম এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। স্থানীয় আলমগীর হোসেন জানান অরিন ইসলাম নামে ছেলেটি প্রথমে রফিকুল ইসলাম কে মারধর করে। এবং পরবর্তী পরিকল্পিতভাবে সবাই কে ডেকে নিয়ে আসে লিফলেট বিতরণ এর কথা বলে, এতে অন্তত ৪০ জনের মতো মানুষ বাড়িতে ডুকে ভাংচুর এবং রফিকুল ইসলাম কে মারধর করছে। এ বিষয়ে অভিযুক্ত অরিন ইসলাম ইমন জানান রফিকুল ইসলাম এলাকার আওয়ামী লীগের লোকজন নিয়ে মিটিং করছিল এছাড়াও তার ইঙ্গিতে রাতে গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়েছে৷ এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান আওয়ামী লীগের লিফলেট বিতরণের কথা শুনে সেখানে পুলিশ যায়, কিন্তু পরে তারা জানতে পারে বিষয়টি গুজব এবং মিথ্যা ছিলো। পূর্ব শত্রুতার জের ধরে পল্লী বিদ্যুৎ এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম কে মারধর কে ঘরে আটকে রাখে, তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়