শেরপুর প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয় করার অভিযোগে রাশেদুল ইসলাম নামে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইঞা।
জানা যায়, সম্প্রতি কুসুমহাটি বাজারের কয়েকটি সারের দোকানে বেশি মূল্যে সার বিক্রয় হচ্ছে এমন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ওইসময় কুসুমহাটি বাজারের বিসিআইসি সার ডিলার রাশেদুল ইসলামের দোকানে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, কৃষকদের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.