নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা খারনই ইউনিয়নের বনবেড়া এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি )। মঙ্গলবার(০৪ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি টহল দল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে খারনই ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বনবেড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১২৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে। জব্দকৃত এসব মদ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.