মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক দ্বি- মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক দ্বি- মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাস্তবায়নে ইউরোপিয় ইউনিয়ন ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইএসডিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ শামীম হোসেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের মোছাঃ রুবি আক্তার, উপজেলা সমন্বয়কারী আতিকা ইসলাম, তাহমিনা ইয়াসমিন প্রমুখ। এ সময় সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম বলেন, গ্রাম আদালতে দায়ের হওয়া মামলা সংশিষ্ট আইনানুযায়ী আপস – মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা যায়। মামলা মোকাদ্দমা ছাড়াই আদালতের বাইরে নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনার ভিত্তিতে সমোঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি করেছে গ্রাম আদালত। তাই গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারণা দিতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। একই সাথে সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে সঠিক বিচার পায় সেদিকে লক্ষ রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে অতি দ্রুত ও সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না পেলে সাধারণ মানুষ উচ্চ আদালতে দারস্থ হয়। এতে দিনে দিনে মামলা জোট বৃদ্ধি পায়। তিনি জানান এ থেকে পরিত্রানের জন্য একমাত্র উপায় হচ্ছে গ্রাম আদালত আইন ও বিধি অনুযায়ী পরিচালনা করে মামলা নিষ্পত্তি করা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়