দুর্গাপুরে রুসার আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন
রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন হয়েছে।সোমবার দুপুরে বিরিশিরির কানিয়াইল এলাকায় রুসা স্বাস্থ্য সেবা কেন্দ্রে এ চিকিৎসা সেবার উদ্বোধন করেন সাবেক পৌর কাউন্সিলর মো. এমরোজ হোসেন।এ সময় রুসা স্বাস্থ্য সেবার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুসা স্বাস্থ্য সেবার সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাজী মোস্তফা কামাল, কাকৈরগড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান সুমন, বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এইচ হাবিব, সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা রুসা বাংলাদেশের আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতাল, নেত্রকোনা। চক্ষু চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগী সেবা গ্রহণ করেন এবং অনেকে চশমা ও প্রয়োজনীয় ওষুধ পান। বাছাই করা রোগীদের স্বল্প মূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।
চক্ষু স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি মো. রফিকুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রুসা স্বাস্থ্য সেবার নির্বাহী পরিচালক এম এন আলমের এমন মহান উদ্যোগকে স্বাগত জানাই। আমার পক্ষ থেকে এ রকম মানবিক কাজে সর্বাত্মক সহযোগিতা থাকবে।রুসা স্বাস্থ্য সেবার নির্বাহী পরিচালক এম এন আলম বলেন, অসহায়, দুঃস্থদের চোখের ছানি অপারেশন, ওষুধ ও চশমা প্রয়োজন, কিন্তু এসব চিকিৎসা ব্যবস্থার যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। আধুনিক সুযোগ-সুবিধা সহ চক্ষুসেবা সরাসরি সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতে দুর্গাপুরে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।