বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিদ্যালয় মাঠে দিনব্যাপী এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আনসার আলী মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ,বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও সাংবাদিক মুহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়ের শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের উপহার প্রদাণ করা হয়
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.