রাঙামাটি প্রতিনিধি: দুর্যোগ আর দুর্ভোগ নয়; পাহাড়ের সর্ব পরিস্থিতিতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অসহায়ের শেষ ঠিকানা ও অসুস্থদের চিকিৎসা সেবা থেকে শুরু করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শীতার্তদের শীতবস্ত্র, প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান সহ শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও আর্থ সামাজিক উন্নয়নে গৃহনির্মাণ, নিরাপদ পানির জন্য গভীর নলকূপ প্রদান, তরুণ প্রজন্মমকে কর্মক্ষেত্রে প্রযুক্তি নির্ভর করতে কম্পিউটার প্রশিক্ষণ এবং পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিরাপত্তার বলয়ে রেখেছেন সেনাবাহিনী। সাধারণ খেটে খাওয়া মানুষের যেকোনো মানবিক প্রয়োজনে তড়িৎ গতিতে সাড়া দেন সেনাবাহিনী। তাই তো পার্বত্যাঞ্চলের পাহাড়ি-বাঙালি উভয়ের মাঝে গুঞ্জন দীর্ঘদিনের যে, পাহাড়ে অক্সিজেনের মতোই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিওনের আওতাধীন লংগদু জোনের পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মাঝে তিন ব্রিজ বটতলা বাজারের ইবাদত খানা ও মসজিদের ছাউনি নির্মাণে তিন বান ঢেউ টিন,স্থানীয় নাজমা আক্তার ও বিলকিস বেগম নামের দুই অস্বচ্ছল মহিলাকে একটি করে সেলাই মেশিন, সেনামৈত্রী বিদ্যানিকেতনের ব্যাটারি চালিত অটোরিকশা মেরামত বাবদ নগদ অর্থ, নও মুসলিমকে আর্থিক সহায়তা ও অষ্টপ্রহর ব্যাপী ভুবণ মঙ্গল শ্রী-শ্রী মহানাম যজ্ঞ উপলক্ষে নগদ অর্থ এবং লংগদু মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, করল্যাছড়ি জামতাল কাসেমিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা, যাদাবল কুষ্ঠ প্রতিবন্ধী সার্বিক উন্নয়ন সমিতির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন লংগদু জোন তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া। প্রতিনিয়ত সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুফলভোগীর বলেন, পাহাড়ের সাধারণ মানুষের জন্য অক্সিজেনের মতো কাজ করছে। জাতি, ধর্ম নির্বিশেষে প্রতিনিয়ত সেনাবাহিনীর এমন মানবিক কাজ খেটে খাওয়া মানুষকে স্বাভাবিক ভাবে বেঁচে থাকতে সহযোগিতা করছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া উপস্থিত থেকে জোন সদরে এসব মানবিক সহায়তা ও উপকরণ বিতরণ করেন। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ ও বিভিন্ন পদবির অফিসার সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.