সরিষাবাড়ীতে দূর্ঘটনাস্থল হতে উদ্ধারকৃত টাকা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করলেন ওসি চাঁদ মিয়া
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দূর্ঘটনাস্থল হতে উদ্ধারকৃত টাকা,এনআইড়ি ও সাংবাদিক পরিচয় কার্ডসহ ২টি মোবাইল নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া। শনিবার( ১লা ফেব্রুয়ারী ) সন্ধায় সরিষাবাড়ী থানা কার্যালয় থেকে উদ্ধারকৃত টাকা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারী রাতে টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ ৪জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় ৫ নিহতের মধ্যে জামালপুর সদর উপজেলার গেইটপাড় এলাকার বাসিন্দা দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সাংবাদিক আব্দুল করিম আলাল তাদের মধ্যে একজন।দূঘটনায় পতিত হয়ে নিহত সাংবাদিক আব্দুল করিম আলাল এর টাকা,এনআইড়ি ও সাংবাদিক পরিচয় কার্ড সহ ২টি মোবাইল সরিষাবাড়ী থানা পুলিশ র্দূঘটনাস্থল থেকে উদ্ধার করে। ওই উদ্ধাকৃত টাকা, ২টি মোবাইল, এনআইডি ও সাংবাদিক পরিচয় কার্ড নিহত আব্দুল করিম আলাল এর স্ত্রী জুলেখা বেগমের নিকট শনিবার( ১লা ফেব্রুয়ারী ) সন্ধায় হস্তান্তর করেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া। এ সময় সরিষাবাড়ী থানার এস আই বদরুল আলম, দৈনিক কালের কন্ঠ ও ৭১ টিভির সরিষাবাড়ী প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত, বিজয় টিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান সোহান সহ নিহতের স্বজন, পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।