মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

অবৈধ পুকুর খনন করায় ভেক্যুতে আগুন দেয় কৃষক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অবৈধ পুকুর খনন করায় ভেক্যুতে আগুন দেয় কৃষকরা সিরাজগঞ্জের তাড়াশে তিনটি ফসলের জমিতে পুকুর খননের সময় ভেক্যু মেশিনে আগুন দেয় স্থানীয় কৃষকরা। শুক্রবার (৩১ জানুয়ারি) পুকুর খননের সময় রাত দেড়টার দিকে মাধবপুর, চক গোপিনাথপুর ও মথুরাপুর গ্রামের কৃষকরা ডিজেল ঢেলে ভেক্যুতে আগুন দেয়। এই ঘটনায় প্রায় পাঁচ শতাধিক কৃষক দাঁড়িয়ে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জমি এভাবে খননে ক্ষতিগ্রস্থ হওয়ায় নানা অভিযোগ কৃষকদের। তারা জানান, অন্য জমিতে নিষ্কাশনের ক্যানেলগুলো বন্ধ হয়ে পানি জমে থাকবে। সেখানে ভায়াট গ্রামের আব্দুল মতিন ভেক্যু মেশিনের মালিক। সে পুকুর কাটার চুক্তি নিয়ে কাজ শুরু করেছিলেন। চুক্তি মোতাবেক, তিনি প্রায় দেড়শ বিঘা জমি খননের কাজ শুরু করেন। মাধবপুরের কৃষক সিদ্দিকুর রহমান, জুরান আলী ও ছাবেন আলী জানান, আবাদি জমিতে যত্রতত্র অবৈধভাবে পুকুর খনন করায় পানি নিষ্কাশনের ক্যানেলগুলো বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কারণ হিসেবে তারা আরও জানান, এভাবে আবাদযোগ্য জমি অনাবাদী হয়ে যাচ্ছে।জমিতে চাষাবাদ করতে না পারায় মরার উপর খাড়ার ঘা হয়ে পড়ছে কৃষকদের উপর। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েক জন কৃষক জানান, পুকুর খননে জড়িত ছিল- মাধবপুর গ্রামের আব্দুল খালেক, আব্দুল মালেক, আদিল হোসেন, মাসুদ রানা ও দক্ষিণ মথরাপুর গ্রামের খোকা, আলাল ও মিলন । এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পুকুর বাড়ছে কিন্তু গত এক দশকে কৃষি জমি কমেছে ১৪ হাজার ৯ শত ৪০ বিঘা। বিশেষ করে ধান উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ উপেক্ষা করে পুকুর খনন করার অপরাধে থানায় ছয়টি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩৫ জনকে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা দৈনিক ইত্তেফাককে বলেন, অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রয়েছে। গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়