মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানার নেভাল-২ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নাশকতার পরিকল্পনার করছিল বলে জানিয়েছে সদরঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সদরঘাট থানার নেভাল-২ এলাকায় একটি দল গোপনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তাদের কার্যক্রম সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত এই গ্রুপের ১০ সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) এবং সোলেমান আহমেদ (২৫)। সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি জানান, আটককৃতরা গোপনে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের ব্যানার, প্ল্যাকার্ড এবং সন্দেহজনক কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “তারা পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা নাশকতার পরিকল্পনা করছিল। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।” আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি। তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উল্লেখ্য, ছাত্রলীগ একটি দীর্ঘদিনের ছাত্র সংগঠন হলেও সাম্প্রতিক সময়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও সংগঠনটির কিছু সদস্য গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়